পাবনার দাশুড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে কোকেনসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আটককৃত্রা হলেন কুষ্টিয়া জেলার মামুনুর রশিদ ও মানিকগঞ্জ জেলার শাহ আলম।
গতকাল রবিবার সন্ধ্যা সাতটার দিকে একটি পরিবহন বাস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কোকেনের মূল্য দুই কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার পুলিশের এএসপি খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া এলপিজি স্টেশন এলাকায় ঢাকাগামী একটি পরিবহন বাসে অভিযান চালায়। পরে তল্লাশি চালিয়ে মামুন ও আলমের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে তাদের আটক করা হয়।
বিডি-প্রতিদিন/তাফসীর