সুমি বেগম। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব বাদেদেউলি গ্রামের বাসিন্দা। গত ২৬ এপ্রিল তার মা ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে বলেন, তার মেয়ে সুমি বেগম (১৮) নিখোঁজ। স্কুল থেকে ফিরেনি। সাধারণ ডায়েরি নং ১০৯৯।
বিভিন্ন সংবাদ মাধ্যমে সুমির অপহরণের খবর প্রকাশ হলে উপজেলাজুড়ে আলোচনায় উঠে সুমি। এরই মধ্যে সুমির অপহরণের বিষয়টি ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও সিলেট জেলা আইনশৃঙ্খলা সভা পর্যন্ত গড়ায়। রবিবার (১২ মে) হঠাৎ সব রহস্য ভেঙে সুমি নিজেই হাজির হয় ফেঞ্চুগঞ্জ থানায়। এসে অভিযোগ তোলে তার মা-বাবার বিরুদ্ধে।
সুমি জানান, তার মা-বাবার নির্যাতনে সে বাড়ি থেকে পালিয়ে একই গ্রামের বান্ধবীর বাড়িতে ছিল। তার মায়ের করা অপহরণের অভিযোগ মিথ্যা, তাকে কেউ অপহরণ করেনি। পত্রিকায় তার অপহরণের খবর দেখে সে নিজেই থানায় এসে হাজির হয়।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সে অপহৃত হয়নি। স্বেচ্ছায় থানায় এসেছে।
বিডি প্রতিদিন/কালাম