নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকায় র্যাবের বিশেষ অভিযানে স্থানীয় একটি চালের আড়ৎ থেকে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র নির্ধারিত ১০ টাকা কেজি দরের ২৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর বিশেষ টিমের অভিযানে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় এর সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির মেয়ের জামাতা মনির হোসেন (৩২) নামের এক চালের ডিলারকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, অভিযুক্ত ডিলার মনির হোসেন তার শাশুড়ি ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির সহযোগিতায় ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র এই চাল তার মালিকানাধীন গোডাউনে অবৈধভাবে মজুদ ও সংরক্ষণ করে রাখে। তারা চালগুলো বিভিন্ন পাইকারি হাট-বাজারে বিক্রির পাঁয়তারা করে আসছিলেন। খবর পেয়ে র্যাব-১১ এর বিশেষ টিম অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ২৫৫ বস্তা চাল উদ্ধার করে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, কায়েতপাড়া ইউনিয়নের মহিলা সংরক্ষিত আসনের মেম্বার বিউটি আক্তার কুট্টির মেয়ের জামাতা সরকারি টিসিবির চালের ডিলার মনির হোসেন হতদরিদ্রদের চাল আত্মসাৎ করতে ভুয়া ক্রেতার স্বাক্ষরযুক্ত রশিদ দেখায়। যেখানে উদ্ধারকৃত চাল বিক্রিত দেখানো হয়েছে। কিন্তু ডিলার মনির হোসেনের গোডাউনে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়েছে, যা আত্মসাৎ করার উদ্দেশ্যে তার গোডাউনে মজুদ রাখা হয়েছিলো ।
এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত মনির হোসেনকে ১ মাসের কারাদণ্ড দেন।
এ প্রসঙ্গে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, অভিযুক্তকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/কালাম