নেত্রকোনার কেন্দুয়ায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ কলা ব্যাবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার সাইডুলি নদীর গোগবাজার এলাকায় বাদশা মিয়ার লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রবিবার বিকালে কোনাপাড়া গ্রামের কলা ব্যবসায়ী কলা কান্দা ঘাড়ে নিয়ে সাইডুলি নদী সাঁতরে পার হচ্ছিলেন। এসময় মাঝ নদীতে যাওয়ার পর পানিতে তলিয়ে যান তিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন ভোরে ৬টার দিকে গোগবাজার এলাকায় লাশ ভেসে উঠলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে স্বাজনরা লাশ নিয়ে দাফন সম্পন্ন করে।
বিডি প্রতিদিন/কালাম