কোনো কমিটি ছাড়াই চলছে বগুড়া জেলা বিএনপি। গত এক সপ্তাহ আগে ভিপি সাইফুল ও চাঁনের নেতৃত্বাধীন মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণার পর আর কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এতে দলের সব ধরনের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তাই নতুন কমিটির জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীরা হাইকমান্ডের দিকে তাকিয়ে আছে। তারা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি চায়।
জানা গেছে, ২০১২ সালে গঠিত সাবেক ছাত্রনেতা বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ছাত্র সংসদের (আকসু) সহ-সভাপতি ( ভিপি) সাইফুল ইসলাম ও সাবেক যুবনেতা জয়নাল আবেদীন চাঁনের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের তোড়জোড় অনেক আগেই শুরু হয়েছে। সর্বশেষ গত ২ এপ্রিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় নতুন কমিটি গঠনে মতামত নেওয়া হয়। সভায় জেলা বিএনপির ১৭২ সদস্যের মধ্যে ১২৪ জন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কয়েকজন নেতা বাংলাদেশ প্রতিবেদনের প্রতিবেদককে জানান, শতকরা ৯০ ভাগ বক্তা এবং ২৪টি সাংগাঠনিক থানার সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক সভায় দাঁড়িয়ে তৎকালীন সভাপতি ও সাধারন সম্পাদকের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে তাদের নেতৃত্বে নতুন জেলা কমিটি গঠনের অনুরোধ জানান।
এরপর দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপির নেতাদের সঙ্গে কেন্দ্রের বৈঠকে কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। সেখান থেকে আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব পাঠাতে জেলাকে নির্দেশ দেওয়া হয়। এরপর ২৯ এপ্রিল জেলা বিএনপির সভায় সর্বসস্মতিক্রমে ভিপি সাইফুল ইসলামকে আহ্বায়ক ও জয়নাল আবেদীন চাঁনকে যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে তা কেন্দ্রে পাঠানো হয়। একই দিন সন্ধ্যায় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর বাসায় বিএনপির কিছু নেতাকমীর্রা সাবেক জেলা সভাপতি ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন করে তা কেন্দ্রে পাঠানো হয়।
এমন অবস্থায় গত ৪ মে রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃবিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বগুড়া জেলা বিএনপি'র কমিটি বিলুপ্ত করা হলো। শীঘ্রই আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কিন্তু গত ৭ দিনেও কমিটি গঠন না হওয়ায় দলের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে ।
বিএনপির কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, কমিটি গঠনের কাজ চলছে। শীঘ্রই কমিটি ঘোষনা করা হবে।
বিডি-প্রতিদিন/তাফসীর