চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অনন্ত মার্ডি (২৬) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। অনন্ত মার্ডি হচ্ছেন নাচোল সদর ইউনিয়নের বেচন্দা গ্রামের বুধরাই মার্ডির ছেলে।
রাজশাহী জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার ভোররাত ৩টার দিকে খুলনা-রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি নেজামপুর স্টেশর পার হওয়ার পর ঘিওন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আমনুরা রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছেন।
এদিকে মৃতের পরিবার লাশটি পোস্টমটেম ছাড়াই সৎকারের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা