নেত্রকোনার দূর্গাপুরের সীমান্তের ছোট একটি গ্রাম ভবানীপুর। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রামটি দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নেই। আর এই গ্রামের একমাত্র চলাচলের সড়ক উত্তর ফারংপাড়া বটতলা স্বোমেশ্বরী নদী তীরের সড়কটি। দীর্ঘ এক বছর ধরে মানুষের পায়ে হাটার ব্রিজটির ২টি পিলার ভেঙ্গে পড়ে থাকলেও নজরে পড়ছে না কারোরই।
স্থানীয়রা জানায়, ভবানীপুর সীমান্তে চলাচলের একমাত্র ছোট ব্রিজটি দীর্ঘদিন ধরে ২টি পিলার ভেঙ্গে পড়ে আছে। ফলে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে ওই গ্রামের। এ বিষয়টি বেশ কয়েকবার জনপ্রতিনিধিদের জানানোর পরেও দেখেও যেন না দেখার ভান করছেন।
তারা আরও জানান, দুর থেকে আসা পর্যটকরাও যেতে পারছেন না সীমান্ত ছড়ি পর্যন্ত। উপভোগ করতে পারছেন না সৌন্দর্য। গ্রামবাসী এবং ক্যাম্পের সদস্যদের নদীর চর দিয়েই চলাচল করতে হচ্ছে। তার ওপর পানি বেড়ে গেলেও তাও হয়ে যাবে বন্ধ। স্থানীয়রা এ ব্যাপারে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা কি পরিমান কষ্ট করছি এই ব্রিজটির জন্যে তা স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়েও দেখে না। একটু উদ্যোগ নিলেই এ রাস্তার উপর ব্রিজটি নির্মাণ করা সম্ভব।
এ ব্যাপারে বেশ কয়েকবারের নির্বাচিত স্থানীয় ইউপি-চেয়ারম্যান শাহিনুর আলম সাজু বলেন, ব্রিজটি পুন:র্নিমাণ করার মত আমার কাছে অর্থ নাই, উর্দ্ধতন কর্তপক্ষের সাথে ব্রিজটি নিার্মাণের ব্যাপারে কথা বলেছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ