কিশোরগঞ্জের নার্সিং কর্মকর্তা শাহীনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানবন্ধন ও সমাবেশ হয়েছে। নোয়াখালী স্বাধীনতা নার্সেস পরিষদ নোয়াখালী জেনারেল হাসপাতালের উদ্যোগে সোমবার সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক সেতারা বেগম বর্ক্তব্য রাখেন।
মানববন্ধন ও সমাবেশে প্রায় তিন শত নার্স অংশগ্রহণ করেন। তারা তানিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ