বরিশালের গৌরনদী উপজেলার আল-হেলাল ইসলামীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রী অপহরণের ১১ দিন পর অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অপহরণকারীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ উপজেলার নাঠৈ এলাকা থেকে অপহরণকারী রাসেল হাওলাদার ও তার সহযোগী জুলহাস সরদারকে গ্রেফতার করে। রাসেল হাওলাদার শাওড়া গ্রামের আমিনুল হাওলাদারের ছেলে।
এদিকে উদ্ধারকৃত অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, গত ২ মে বিকেলে রাসেল তার সহযোগীদের নিয়ে মাদ্রাসার ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় সোমবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী ও তার সহযোগীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/হিমেল