নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ পারভিন আক্তারকে শ্বাসরোধে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের দাবিতে গৃহবধূ পারভিন আক্তারকে স্বামী রুবেল হোসেনের নির্দেশে শ্বাসরোধে হত্যা করে নিহতের শাশুড়ি মাহফুজা খাতুন ও ননদ জেসমিন আক্তার।
আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
এ ব্যাপারে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, পারভিন মেডিকেলে মৃত্যুবরণ করায় নোয়াখালী সুধারাম থানায় একটি ওডি মামলা হয়েছে। তবে কেউ বাদী হয়ে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম