কক্সবাজারের টেকনাফে অর্ধগলিত অজ্ঞাত একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০ টারদিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিন শীলখালী সংলগ্ন সমুদ্র সৈকত এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বাহারছড়া দক্ষিণ শীলখালীর সমুদ্র সৈকতে অর্ধগলিত মৃতদেহ ভেসে আসার সংবাদ পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় মেলেনি।
তিনি আরো জানান, মৃতদেহের পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। এবিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন