বরিশালে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে সোমবার বেলা ১২টার দিকে নগরীর ত্রিশ গোডাউন রোড এবং রূপাতলী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ন পন্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিকেলে নগরীর সদর রোডে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।
ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত তাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র।
বিডি প্রতিদিন/এ মজুমদার