টাঙ্গাইলের দেলদুয়ারে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে শামিমা আক্তার বিথী (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এদিকে সহপাঠি নিহত হওয়ার খবরে কলেজের শত শত শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
সোমবার দুপুরে দিকে উপজেলার এলাসিন-টাঙ্গাইল সড়কের আটিয়া মাজার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিমা আক্তার উপজেলার দেউলি ইউনিয়নের ঝুনকাই গ্রামের শওকত মল্লিকের মেয়ে এবং সে আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শামিমা আক্তার টাঙ্গাইল থেকে আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন। কিন্তু কলেজে যাওয়ার আগেই ওই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।
এ ব্যাপারে দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, দেলদুয়ার থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি উপজেলার আটিয়া মোড়ে এলাকায় পৌঁছায়। অপর দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা দেলদুয়ারগামী অন্য একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বিথী নিহত হন। এসময় আহত হন আরো দুইজন।
তিনি আরো বলেন, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দু'টি সিএনজিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সহপাঠি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে কলেজের শত শত শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে টাঙ্গাইল-এলাসিন সড়কের সিলিমপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা জানান, এটা দুর্ঘটনা নয় সরাসরি হত্যা। দ্রুতগতিতে সিএনজি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তারা চালককে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন