ভেজাল প্রতিরোধ, রমজান মাসে নির্ধারিত মূল্যে নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিক্রয়সহ বিভিন্ন বিষয়ে বাজার মনিটরিং করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি পরিদর্শক দল। তারা জেলা শহরের কদমতলা রোডের ফলের দোকান, কাঁচাবাজারে মাছ-মাংস-মুরগি, দুধসহ বিভিন্ন দোকান পরিদর্শন করেন
এ সময় প্রতীকীভাবে দুই জন ব্যবসায়ীকে ৫০০ করে এক হাজার এবং একজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে বাজার পর্যবেক্ষণ করা হয়েছে। আজকের পরিদর্শনে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এসময় মূল্য তালিকা না টানানোসহ কয়েকটি অপরাধে ৩ জন ব্যবসায়ীকে সতর্ক করার জন্য প্রতীকী জরিমানা করা হয়েছে। এ ধরনের অপরাধ পরবর্তিতে আবারও দৃষ্টিগোচর হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা