নেত্রকোনায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় কাঁচা বাজারে মূল্য তালিকা না রাখায় কয়েকেটি দোকানে জরিমানা করা হয়।
শহরের মেছুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা বাজার মনিটরিং কমিটি। এতে নেতৃত্ব দেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় কাঁচা বাজারসহ মাছ-মাংসের দোকান ছাড়াও বিভিন্ন নিত্যপণ্যের দোকানে এ অভিযান পরিচালিত হয়। রমজান উপলক্ষে মানুষের সহনীয় পর্যয়ে রাখতেই এ অভিযান পরিচালিত হয়। এসময় যারা নিময় না মেনে তালিকা রাখেননি। তাদেরকে এ জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার