বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মুনতাসিন আহম্মেদ (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ধুনট গোসাইবাড়ী ইউনিয়নের সাব্বির আহম্মেদের ছেলে ও স্থানীয় কেজি স্কুলের শিক্ষার্থী।
জানা যায়, সোমবার দুপুরে ঘরের ভিতরে টিনশেড বেড়ার সাথে বৈদ্যুতিক লাইনের সংযোগ লেগে থাকে। এসময় মুনতাসি টিনের বেড়ায় হাত দেয়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার