চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সোমবার কেন্দুয়া শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে উদীচীসহ বিভিন্ন সামজিক সংগঠন।
বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে উদীচী, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাবলম্বীসহ শিক্ষক সমাজ, নার্স ও সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, নাট্যকার রাখাল বিশ্বাস, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রনেণ সরকার, সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আবুল বাশার মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম