শ্রমঘন শিল্প হিসেবে বিড়ি শিল্পকে রক্ষা এবং বহুজাতিক কোম্পানির ছদ্মাবরণে কুটির শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে পৃথক সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শিল্প, তামাক চাষি সমিতি ও ভোক্তা পক্ষ।
সোমবার কক্সবাজারের উখিয়া, বান্দরবান ও রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় উখিয়ায় সাহিনা আক্তার চৌধুরী এমপি’র বাস ভবনের সামনে মানববন্ধন করে উখিয়া বিড়ি ভোক্তা পক্ষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উখিয়া বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মইনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে তারা এমপি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এদিকে বেলা ৩ টায় পার্বত্য বিষয়কমন্ত্রীর বাস ভবনের সামনে মানববন্ধন করেছে বান্দরবান অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষ। এতে বক্তব্য রাখেন, বান্দরবান অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মোস্তাকিম জনি, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেমং মার্মা ও স্থানীয় সদস্যবৃন্দ।
এছাড়া বেলা ১২ টায় রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে রংপুর জেলা তামাক চাষি ও ও ব্যবসায়ী সমিতি।
সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন, রংপুর জেলা তামাক চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মাহবুব আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম লাভলু, ব্যবসায়ী নেতা আকরাম হোসেন, আবুল কালাম আজাদ ও কৃষক নেতা লুৎফর রহমান প্রমুখ।
বিড়িকে কুটির শিল্প ঘোষণাসহ ৭ দফা দাবি তোলেন বক্তারা। দাবিগুলো হলো:- বিড়ির উপর অর্পিত সকল কর প্রত্যাহার করা, ভারতের ন্যায় এ শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা, বিদেশি সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করা, বিড়ি যেন কম মূল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বজায় রাখা।
সমাবেশে বলা হয়, বাংলাদেশে সিগারেট যতদিন থাকবে, বিড়ি শিল্প তত দিন থাকবে ও প্রতিবছর বাজেটে বিড়ি সিগারেটের কর বৈষম্য দূর করতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন