দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি আম বাগানের ভিতর থেকে বেশ কিছু গাঁজার গাছ জব্দ করেছে বিরামপুর থানা পুলিশ। এই ঘটনায় ওই বাগানের কেয়ারটেকার মো. মংলা কাশেমকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে বিরামপুর উপজেলার মিরপুর গ্রামের আনোয়ার হোসেন টিটুর আম বাগান থেকে ৮৮ টি বড় গাঁজার গাছ জব্দ করা হয়।
আটক মো. মংলা কাশেম নবাবগঞ্জ উপজেলা পুঠিমারা ইউনিয়নের লোকা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিরপুর গ্রামের আনোয়ার হোসেনের আম বাগানের ভিতর গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাগানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাগান থেকে ৮৮ টি বড় গাঁজার গাছ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল