মাদারীপুর পুলিশ লাইন সংলগ্ন মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে কার্গো ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আমীর হামজা (৩২) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে আঞ্চলিক সড়কের পানিছত্র এলাকায় কার্গো ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মো. আমীর হামজা মাদারীপুর শহরের আলজাবির হাই স্কুল মসজিদে চার বছর ধরে মুয়াজ্জিন হিসেবে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে আমীর হামজা মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে শহরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক খুলনা থেকে একটি কার্গো ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন মারা যান।
পরে মাদারীপুর সদর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কার্গো ট্রাকের চালক খুলনার জোড়া গেট এলাকার জাহান শিকদারকে (৩৫) আটক করে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাক চালককে আটক করে এবং নিহত মুয়াজ্জিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন