জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শেখ হাসিনার অভিজ্ঞ নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক সমৃদ্ধ। ভালোবাসায় ও সহমর্মিতায় ও সহনশীল নেতৃত্বের কারণে শেখ হাসিনা বাংলাদেশের প্রতীক হিসেবে বিশ্বের কাছে নন্দীত ও বাঙালি জাতির কান্ডারী হিসেবে বিবেচিত হয়েছেন। তার মেধা, সাহস ও সততার কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য সকল শ্রেনী পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আদর্শবান মানুষ দরকার। দরকার মূল্যবোধের চর্চা, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ও স্বার্থহীন ভালোবাসা। আমাদের বিবেককে জাগ্রত করে স্বার্থহীন ভালোবাসা দিয়েই দেশের কল্যাণে কাজ করতে হবে।
শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে টিআর কর্মসূচীর আওতায় আর্থিক সহযোগীতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে কবরস্থান, এতিমখানা, মসজিদ-মন্দিরসহ ৬২টি প্রতিষ্ঠানে ৫২ লক্ষ ৬৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।
দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
এর আগে সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর শহরের মহারাজা গীরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ৫৮ লক্ষ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন