চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপণের বর্ষপূর্তি উদযাপন এবং সেবা বিপণণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শনিবার সকাল নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী।
ধারণাপত্র উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সব শেষে বেলুন উড়িয়ে সেবা বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা