বগুড়ার আদমদিঘী উপজেলা সদরের বাজারের পাশে ফাকা জায়গা থেকে পুলিশ ৩ জন ডাকাত ও ছিনতাইকারী মামলার আসামিদের আটক করেছে।
আটককৃতদের শনিবার সকালে জেল হাজত প্রেরণ করা হয়েছে।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ৩ জন ডাকাত আদমদিঘী বাজারের পাশে একটি মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত ৩টায় আদমদিঘী থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ডাকাতরা হলো বগুড়ার গোদারপাড়ার মৃত আব্দুল জোব্বারের পুত্র জাকারিয়া হোসেন জুয়েল (৩২), দিনাজপুর হাকিমপুর উপজেলার ধরন্দার ফকিরপাড়ার গিয়াস উদ্দিন শেখের পুত্র অন্তর রাজা শেখ (২২) ও দিনাজপুরের হিলির পালপাড়ার মৃত মাহবুব ইসলামের পুত্র শাকিল ইসলাম (২০)। এর মধ্যে আটক জাকারিয়া হোসেন জুয়েল হত্যা ও ছিনতাইসহ ৩টি মামলার আসামি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন