কুমিল্লায় বিদ্যালয়ের বারান্দা থেকে অজ্ঞাত কিশোরের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার জেলার সদর উপজেলার সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ময়নামতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল্লাহ।
তিনি জানান, সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা অজ্ঞাত কিশোরের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে থেকে ১৭ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, তার সূত্র ধরেই স্বজদের খোঁজ করা হচ্ছে। লাশের সাথে পাওয়া কিছু সরঞ্জাম দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে কিশোরটি মারা গিয়েছে। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন