দিনাজপুর বিরলের যৌতুকের কারণে মারপিটে নার্গিস আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মৃতের স্বামী মোস্তফা কামালকে (৩৫) আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিরল উপজেলার সীমান্তবর্তী পাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার মৃতের ভাই বেলাল হোসেন বাদী হয়ে বিরল থানায় যৌতুকের জন্য মারপিটে হত্যার অভিযোগে বিরল থানায় মামলা করে।
বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করি। যৌতুকের জন্য স্ত্রী নার্গিস আক্তার (২৮) নামে এক গৃহবধূকে মারপিট করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। এ ঘটনায় মৃতের ভাই বেলাল হোসেন যৌতুকের জন্য মারপিটে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে এ মামলায় মৃতের স্বামী মোস্তফাকে আটক করা হয়। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৯/মাহবুব