সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ও চাল ক্রয়ের দাবিতে বগুড়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় বগুড়া শহরের সাতমাথায় 'আমরা কৃষকের সন্তান' বগুড়া জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
বগুড়া জেলার আহ্বায়ক মাকসুদুল হাসান রুহেলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা কৃষকের সন্তান কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কৃষকলীগের ক্ষেত মজুর বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইমারত আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকার কৃষকের কাছে থেকে সরাসরি ধান ও চাল ক্রয়ের জন্য মূল্য নির্ধারণ করে দিলেও কিছু দালাল, ফরিয়া এবং খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তার কারণে কৃষকেরা তাদের ন্যায্য মূল্য থেকে
বঞ্চিত হচ্ছে। তিনি অচিরেই এসব দালাল ফরিয়া এবং অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আমরা কৃষকের সন্তান কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী রেজাউল বারী দিপন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান, বগুড়া জেলার যুগ্ম-আহ্বায়ক আবু সাহেদ, মোমিনুল ইসলাম ডলার, রেজাউল বারী মিন্টু।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন