পর্যটন কেন্দ্র কুয়াকাটা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছয় পর্যটক গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আহত পর্যটক রাব্বি (২২), গিয়াস উদ্দিন (৩৮), রাকিব (২৬), মিলন (১৯), সানি (১৮) ও রাকিব (২০) কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কিন্তু তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে মোটরসাইকেল যোগে বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি দুই বন্ধু গিয়াস উদ্দিন ও রাকিব বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। অপর মোটরসাইকেল বরিশাল থেকে মিলন, সানি, রাকিব কুয়াকাটায় যাচ্ছিল। মোহাম্মদপুর নামক স্থানে পৌঁছলে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা আহত হয়।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার মো.কামরুজ্জামান জানান, আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা