রোজার ঈদ সামগ্রী বাবার বাড়ি থেকে আনা নিয়ে ঝগড়া করে নোয়াখালীর সোনাইমুড়ীতে রাশেদা আক্তার প্রিয়াংকা(১৯) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে।
জানা গেছে, আট মাস পূর্বে সোনাইমড়ী উপজেলার দেউটি ইউনিয়নের মইছ খোলা গ্রামের খলিলুর রহমানের কন্যা রাশেদা আক্তার প্রিয়াংকার সাথে একই ইউনিয়নের ফিতাম্বর পুর গ্রামের ফজল হকের পুত্র আলাউদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর আলাউদ্দিন বিদেশ যাওয়ার জন্য শশুর পক্ষের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। প্রিয়াংকার বাবা
মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে দাবীকৃত ৩ লাখ টাকা খরচ করে জামাতাকে ওমান পাঠায়।
প্রিয়াংকার চাচাতো ভাই ফারুক অভিযোগ করেন, ঘটনার রাতে রোজা ও ঈদ সামগ্রী বাবার বাড়ি থেকে আনা নিয়ে
ঝগড়া করে। ওই দিন গভীর রাতে ননদ ননী আক্তার এবং ননদের স্বামী ফরহাদ প্রিয়াংকাকে গলাটিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ওসি আবদুর সামাদ আজাদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রির্পোট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন