চলতি বোরো মৌসুমে বগুড়ার শেরপুরে সরকারিভাবে ১৪ হাজার ৫৯২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ অভিযানে নেমেছে খাদ্য বিভাগ। এছাড়া সরাসরি কৃষকদের কাছ থেকে ৬৩৫ মেট্রিক টন ধানও নেয়া হবে।
বগুড়ার শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, এ উপজেলায় চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ১৪ হাজার ৫৯২ মেট্রিক টন চাল, ২৬ টাকা কেজি দরে ৬৩৫ মেট্রিক টন ধান, ২৮ টাকা কেজি দরে ৬৩ মেট্রিক টন গম ও ৩৫ টাকা কেজি দরে ২ হাজার ২৫৭ মেট্রিক টন আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। গত শুক্রবার দুপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শেরপুর পৌর শহরের ধুনটমোড়স্থ খাদ্য গুদামে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন-উর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা সেমি অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৯/মাহবুব