২০ মে, ২০১৯ ০১:২০

অবাধ তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে : গণপূর্ত মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

অবাধ তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে : গণপূর্ত মন্ত্রী

ফাইল ছবি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বর্তমান সরকারের সময়ে যে কেউই টেলিভিশন চ্যানেলের জন্য আবেদন করেছেন। আর তাকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশনের লাইসেন্স দিয়েছেন। একের পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদন দেওয়ায় অবাধ তথ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। দেশের আনাচে কানাচে কোথায় কী ঘটছে আমরা তড়িত জানতে পারছি। 

রবিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। 

প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটুর সভাপত্বিত্তে আরো বক্তব্য রাখেন সাংবাদিক এস এম পারভেজ, এ কে আজাদ, ফসিউল ইসলাম বাচ্চু, খালিদ আবু, শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু প্রমুখ। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর