Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ মে, ২০১৯ ১৪:৩৮

ঝালকাঠিতে ধানের ন্যায্য মূল্য দাবিতে বিএনপির স্মারকলিপি পেশ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ধানের ন্যায্য মূল্য দাবিতে বিএনপির স্মারকলিপি পেশ

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ঝালকাঠি জেলা বিএনপি।

মঙ্গলবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে জেলা প্রশাসক মো. হামিদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা শ্রমিক দল সভাপতি টিপিু সুলতানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, মধ্যস্থতাকারী সুবিধাভোগীরা ধান ক্রয় করার বারণে দেশের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য