২১ মে, ২০১৯ ২২:০২

কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক শরিফুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২১ মে) সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ মে দুপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়ার জন্য মেহেরপুর থেকে কুষ্টিয়ায় আসেন মেহেরপুরের আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারী শিক্ষিকা। এ সময় কুষ্টিয়া শহরের আলামিন হোটেলের দু'টি কক্ষ ভাড়া নেন তারা। পরদিন সকালে শিক্ষিকাকে ধর্ষণ করেন শরিফুল ইসলাম। এ ঘটনায় ওই বছরই ১৫ মে নির্যাতিতা বাদী হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ শিক্ষক শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর