নরসিংদীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভগীরথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা পিকআপের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। নিহতদের একজন পিকআপচালক আমির হোসেন।
পুলিশ জানায়, ভৈরব থেকে একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক ঢাকা-সিলেট মহা-সড়কের ভগীরথপুর এম,এন পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ ২ আরোহী নিহত হন। পরে তাদের উদ্ধার করে পুলিশ সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ট্রাক ও পিকাআপ উভয়েই দ্রুত গতিতে চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। পিকআপের চালক মারা গেছেন। ট্রাকের চালক-হেলপার পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/মাহবুব/এনায়েত করিম