চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু'জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো আট জন যাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া পাহাড়ি ঢালায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কক্সবাজারমুখী মাইক্রোবাসের যাত্রী রওশন আরা বেগম (৪৫)। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। নিহত অপর ব্যক্তির নাম সনেট পাল (২৭)। তিনি কক্সবাজারের রামু উপজেলার চা-বাগানস্থ রমনী পাহাড়ের দীপক পালের পুত্র।
চকরিয়া থানা পুলিশ জানান, মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের সাথে চকরিয়ামুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু'জন নিহত এবং আট জন আহত হয়। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাড়ি দু'টি জদ্ধ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন