ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ইলিশ মাছ ধারার দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আনসার পত্তনদার(৪৮) নামে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। বুধবার বেলা এগারটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর চরকল্যানপুর বাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমীর হোসেন খান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আনসার সকালে ট্রলার নিয়ে মাছধারার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে উক্ত স্থানে গেলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে অপর একটি মাছ ধরা ট্রলার সজোরে আঘাত করে। এতে উক্ত ট্রলারের সুচালো মাথা তার পেট ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জমশের পত্তনদারের ছেলে আনসার হরিরামপুর ইউনিয়নের আমীনখার ডাঙ্গী(নমুরছাম) নামক গ্রামের বাসিন্দা ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক