শিরোনাম
১৬ জুন, ২০১৯ ১৭:৪১

ধানের শীষে ভোট দিলেও খালেদা মুুক্তি পাবে না: নানক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ধানের শীষে ভোট দিলেও খালেদা মুুক্তি পাবে না: নানক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বগুড়ায় আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসিনি। বিএনপি যেমন, তেমনি তার কথা তুলে ধরেছি বিগত দিনে। আজকেও সেই কথা বলছি। দুর্নীতি মামলায় খালেদা জিয়া জেলে। ধানের শীষে ভোট দিলেও খালেদা মুুক্তি পাবে না। খালেদার মুক্তির জন্য বিএনপি ধানের শীষে ভোট চাইছে। 

আজ রবিবার দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা যুবলীগের আয়োজনে বগুড়া সদর (৬) আসনের উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী টি জামান নিকেতার পক্ষে নির্বাচনী প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নানক।

তিনি আরও বলেন, একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে এসে ভোট নিয়ে সংসদে যাননি। এবার খালেদার মুক্তির কথা বলে ভোট চাইছে। বগুড়ার মানুষকে আবারো ধোকা দিচ্ছে। বিএনপির এই ধোকাবাজির মধ্যে থাকবে না বগুড়ার ভোটারগণ। এবার নৌকা মার্কায় ভোট দিয়ে বগুড়া-৬ সদর আসনটিতে জয়ী হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে নির্বাচনী প্রতিনিধি সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগ নেতা রাগেবুল আহসান রিপু, বগুড়া-৬ সদর আসনের নৌকা প্রতিকের প্রার্থী টি জামান নিকেতা, জেলা যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মোহন, কাজী আনিছুর রহমান কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুল ইসলাম মিজু, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, যুবলীগ নেতা সৌরভ হোসেন স্বপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর