Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ জুন, ২০১৯ ১৬:২৫

চাকরি স্থায়ীকরণের দাবিতে চুয়াডাঙ্গায় নকল নবিশদের মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চাকরি স্থায়ীকরণের দাবিতে চুয়াডাঙ্গায় নকল নবিশদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা মানববন্ধন করেছেন। জেলা নকল নবিশ অ্যাসোসিয়েশনের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ৩ পার্বত্য জেলা ব্যতীত ৬১ জেলায় ৪৯৩টি সাব-রেজিস্ট্রি অফিসে প্রায় ১৫ হাজার নকল নবিশ কর্মরত রয়েছেন। তাদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্ত না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। নকল নবিশদের চাকরি স্থায়ী করণের জন্য বঙ্গবন্ধু ১৯৭৩ সালে আইন প্রণয়ন করলেও তা বাস্তবায়ন হয়নি। 

বক্তারা অবিলম্বে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি ফরিদুজ্জামান, সেক্রেটারি পলাশুর রহমান প্রমুখ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য