ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা, সাধারণ সম্পাদক সহিদুল হক মিরু মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, দপ্তর সম্পাদক সিএম শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ শাহীন প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল অতীত ও বর্তমান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন