চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এই উপলক্ষে রবিবার সকালে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলামসহ অন্যরা।
শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ