নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আব্দুল খলিল (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার কোলা ইউনিয়নে ভান্ডারপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খলিল ভান্ডারপুর গ্রামের মৃত আশকর আলীর ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আব্দুল খলিল পাকা রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আসার সময় তিনি পা পিছলে ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় নিহতের শরীর ছিন্নভিন্ন হওয়ায় ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ