পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এসএম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ আওয়ামী লীগ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহোযোগী সংগঠনের শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক রনজিৎ দত্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা