লক্ষ্মীপুরের রায়পুরে কাজল হোসেন (১৪) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সে রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের মধ্য রায়পুর ৫নং ওয়ার্ডের রওশন বেপারী বাড়ির দুলাল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিজ বাড়ির পাশে বিদ্যুতের পিলার থেকে তার ছিঁড়ে রাস্তায় পড়ে। অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে জড়িয়ে কাজল হোসেন মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/কালাম