বৃষ্টিতে ভিজে সড়ক সংস্কারের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ডোমার শহরের থানা হতে বাজার ও বাসস্ট্যান্ডের উপর দিয়ে যাওয়া প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেলঘুন্টি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ডোমারবাসীর ব্যানারে।
মানববন্ধনে কেউ ছাতা নিয়ে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই অংশ নেন।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সেচপাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইউব, দন্ত চিকিৎসক উমর ফারুক, কলেজ শিক্ষক আবু ফাতাহ কামাল পাখি, কলেজ ছাত্র রাশেদুল ইসলাম আপেল, সোহেল রানা।
এক মাসের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।
যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ হামিদুর রহমান জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সড়কটির এক কিলোমিটার সংস্কার কাজের টেন্ডার(দরপত্র) হয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন