বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমতির নব নির্বাচিত সভাপতি এ এম আমিন উদ্দিনের নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমতির নবনির্বাচিত কমিটির সদস্য সহ ১৫০ জন আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন