বরিশালে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে নিজস্ব কার্যালয়ে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস।
আলোচক ছিলেন জেলা মহিলা পরিষদের সহসভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুস্প রানী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। কর্মশালায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন আলোচনা করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন