১৯ জুলাই, ২০১৯ ১৩:৩৯

দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত

অনলাইন ডেস্ক

দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় পানি বাড়ায় তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে পানি বেড়েছে ২৭ সেন্টিমিটার।

তীব্র স্রোতে ৩ থেকে ৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। দুই ঘাটে আটকে পড়েছে ১২শ’ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

যানবাহনের এই দীর্ঘ সারি পৌঁছেছে পদ্মাসেতুর এপ্রোচ সড়কে।

পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বাড়ায় গত ৬ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে।

এদিকে পদ্মায় পানি বাড়ায় একই চিত্র দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও। ঘাটের দুই পাশে আটকে পড়েছে হাজারো যানবাহন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর