২২ জুলাই, ২০১৯ ২০:১৮

বরিশালে শিশু ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

বরিশালে শিশু ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন

বরিশালে শিশু ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আজ সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

ধর্ষণ ঘটনার ১০ বছর পর আজ সোমবার মামলার রায় দেয়া হয়। দণ্ডিত রফিকুল ইসলাম মুলাদী পৌর শহরের ৪নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। 

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০০৯ সালের ৭ ডিসেম্বর বেলা ১২টার দিকে প্রতিবেশী এক শিশুকে ফুঁসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে রফিকুল। শিশুটি বাড়িতে ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা মুলাদী থানার তৎকালীন উপ-পরিদর্শক জহিরুল ইসলাম একমাত্র রফিকুল ইসলামকে অভিযুক্ত করে ২০১০ সালের ২৩ জানুয়ারী আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৭জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রফিকুলকে যাবজ্জীবন দণ্ড দেন বিচারক।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর