গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত মো. ইউনুস মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুসের মৃত্যু হয়। এর আগে, ওইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে কাঠি-বৌলতলী সড়কে একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
বিডি-প্রতিদিন/মাহবুব