১৮ আগস্ট, ২০১৯ ১১:৩৭

শাক তুলতে গিয়ে জোঁক প্রবেশ করল পেটে, অতঃপর...

বরগুনা প্রতিনিধি:

শাক তুলতে গিয়ে জোঁক প্রবেশ করল পেটে, অতঃপর...

ফাইল ছবি

শাক তুলতে গিয়ে এক স্কুলছাত্রীর পেটে জোঁক প্রবেশের ঘটনা ঘটেছে। বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ওই ছাত্রীর পেটে জোঁক প্রবেশ করে। এতে ঐ ছাত্রীর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পরে পেট থেকে জোঁক বের করা হয়। 

ঐ ছাত্রীর পরিবার অভিযোগ তাদের মেয়েকে স্কুলের মাঠ থেকে শাক তুলতে পাঠায় নাসিমা নামের এক শিক্ষিকা। এরপরই এই অবস্থা হয়। তবে অভিযুক্ত ঐ স্কুলের শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুল ছুটির পর কিছু ছাত্র ছাত্রী পানিতে নেমে দুষ্টুমি করে। এতে আমি বকাঝকা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেই। আমরা শাক তুলতো কাউকে নির্দেশ করিনি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জিয়া উদ্দিন বলেন, ঐ ছাত্রীর অবস্থা এখন স্বাভাবিক। পেট থেকে জোঁক অপসারণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর