কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লিফলেট বিতরণ করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতনতার জন্য পৌর এলাকার বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ন্যায়বিচার নেই বলেই খালেদা জিয়া কারাগারে জানিয়ে শাহজাহান মিঞা বলেন, সরকার দেশনেত্রীকে মুক্তি দিচ্ছে না। আজ দেশে আইন নেই, সুবিচার নেই- সবকিছুই এক ব্যক্তির হাতের কব্জার মধ্যে। তিনি বলেন, দেশে আইনের শাসন নেই বলেই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। ন্যায়বিচার থাকলে এসব হতো না।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        